সূত্র মতে, মঙ্গলবার প্রিমিয়ার লিজিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫ টাকা ৯০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৬ টাকা ৪০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫০ পয়সা বেড়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আজিজ পাইপসের ৫ দশমিক ০১ শতাংশ, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ১ দশমিক ৩৮ শতাংশ, পূবালী ব্যাংকের ১ দশমিক ২৬ শতাংশ, নাভানা সিএনজির দশমিক ৯০ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের দশমিক ৮২ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের দশমিক ৭৪ শতাংশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের দশমিক ৬৭ শতাংশ, বিডি ল্যাাম্পসের দশমিক ৫৬ শতাংশ এবং লাভেলো আইসক্রীমের শেয়ার দর দশমিক ৪৭ শতাংশ বেড়েছে।