গণহত্যা দিবসে জাবিতে মোমবাতি প্রজ্বলন

গণহত্যা দিবসে জাবিতে মোমবাতি প্রজ্বলন
গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট।

বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে মোমবাতি প্রজ্বলন করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আমির হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. নূরুল আলম, কোষাধ্যক্ষ শেখ মো. মনজুরুল হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ এ কর্মসূচিতে অংশ নেন।

মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে অনলাইনে যোগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, ‘২৫ মার্চের কালোরাতকে বাংলাদেশে গণহত্যা দিবস হিসেবে পালন করা হয়। শুধু দেশের মধ্যেই নয় বরং আন্তর্জাতিকভাবে এই দিনটিকে গণহত্যা দিবস হিসেবে পালনের দাবি জানাচ্ছি।’

এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি মোমবাতি প্রজ্বালন করে। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এ মামুন ও সাধারণ সম্পাদক অধ্যাপক আমজাদ হোসেনের নেতৃত্বে শিক্ষকরা এ কর্মসূচিতে অংশ নেন।

এছাড়া মোমবাতি প্রজ্বলন করে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ও ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি