'গণহত্যা দিবস’ উপলক্ষে জবিতে প্রদীপ প্রজ্বলন

'গণহত্যা দিবস’ উপলক্ষে জবিতে প্রদীপ প্রজ্বলন
‘২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস’ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্বলন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি’ ভাস্কর্যের সামনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ভয়াল কালরাত স্মরণ করা হয়।

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এক মিনিটের জন্য অন্ধকারাচ্ছন্ন করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদের নেতৃত্বে মোমবাতি প্রজ্বলন করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, প্রক্টর, সহকারী প্রক্টর, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে নারকীয় হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। মুক্তিযুদ্ধের বিভিন্ন তথ্য থেকে জানা যায়, মহান মুক্তিযুদ্ধের সময় সাধারণ মানুষ ধরে এনে তৎকালীন জগন্নাথ কলেজের (বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়) ভেতরে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে হত্যা করা হতো।

হত্যার পর মরদেহের স্তূপ সাজিয়ে গণকবর দেয়া হতো। সেখানে ‘গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি’ ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। গণহত্যার নীরব সাক্ষী হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দাঁড়িয়ে আছে দেশের একমাত্র গুচ্ছ ভাস্কর্য ৭১-এর ‘গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি’।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি