বাংলাদেশকে ২১২৫ কোটি টাকা দিল বিশ্বব্যাংক

বাংলাদেশকে ২১২৫ কোটি টাকা দিল বিশ্বব্যাংক
করোনাভাইরাস মহামারির সংকট থেকে উত্তরণের জন্য বাংলাদেশকে ২৫ কোটি ডলার ( ২১২৫ কোটি টাকা) ঋণ দিয়েছে বিশ্বব্যাংক। এ অর্থ দিয়ে দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করবে সরকার। পাশাপাশি করোনা মহামারির ক্ষতি থেকে উত্তরণে সহায়তা করবে এ অর্থ।

শনিবার (২৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়।

বিশ্বব্যাংক বাংলাদেশ-ভূটানের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, বাংলাদেশে করোনা মহামারির কারণে যারা চাকরি হারিয়েছেন, এ ঋণ সহায়তা তাদের চাকরি পাওয়ার পথ সুগম করবে।

করোনা মহামারিতে যাদের চাকরি গেছে, যারা এখনো হিমশিম খাচ্ছেন ঘুরে দাঁড়াতে, এই অর্থ ব্যয় হবে তাদের জন্য। সরকারের ৫০ লাখ কর্মসংস্থান সুরক্ষিত রাখার যে কার্যক্রম, সেই প্রকল্পে কাজে লাগবে এই অর্থ। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা আর বিনিয়োগের খাতেও ব্যয় করা হবে এ অর্থ।

বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ এলিন কোডুয়েল বলেন, মহামারিতে মানুষের আয় কমেছে, জীবনযাত্রার মান কমেছে, নারীরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত নারীদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করতে এই অর্থ ব্যয় হবে। বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইডিএ’র মাধ্যমে বাংলাদেশ ১ হাজার ৪শ’ কোটি ডলার ঋণ পেয়েছে। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশকে দফায় দফায় স্বল্প সুদে ঋণ দিয়েছে বিশ্বব্যাংক।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ