রোববার (২৮ মার্চ) সন্ধ্যায় সাড়ে ৬টায় মহাসড়কে যানবাহন চলাচল শুরু হলে দুর্বৃত্তরা গাড়িগুলোতে আগুন দেয়। তবে কে বা কারা এ আগুন দিয়েছে তা এখনো জানা যায়নি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছন।
আগুনের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে হেফাজতের ডাকা হরতালে রোববার সকাল থেকে সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে নেতাকর্মীরা। ফজরের নামাজের পর থেকে হরতালের সমর্থনে রাস্তায় টায়ার জ্বালিয়ে শিমরাইল, মৌচাক ও সাইনবোর্ড এলাকায় অবস্থান নেন হেফাজতের নেতাকর্মীরা।
ফলে রোববার (২৮ মার্চ) সকাল ৬টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।