বৃহস্পতিবার (১ এপ্রিল) একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি জোহানেসবার্গের স্প্রিং শহরে দীর্ঘদিন ধরে খাবার হোটেলের ব্যবসা করে আসছিলেন।
এর আগে বুধবার দক্ষিণ আফ্রিকায় করোনা আক্রান্ত হয়ে মুস্তাফিজুর রহমান পাভেল নামে একজন বাংলাদেশি নাগরিক মারা যান। তার বাড়ি সিলেটের কানাইরঘাট উপজেলায়।
এছাড়া, দেশটির পিটারমরিসবার্গ হাসপাতালে কর্মরত প্রবাসী বাংলাদেশি চিকিৎসক ডা. আব্দুল গনি মোল্লা করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার দেশের বাড়ি গাজীপুরের কালিয়াকৈরে।
তিনিও স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ডা. আব্দুল গনি মোল্লা চট্টগ্রাম মেডিকেল কলেজের ২৬তম ব্যাচের ছাত্র ছিলেন ।