যাত্রীবাহী লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জে যাওয়ার পথে রোববার (৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ট্যাংকারের সঙ্গে আঘাত লেগে ডুবে যায়। লঞ্চে ৫০ জনের বেশি যাত্রী ছিল। বন্দর থানার ওসি দীপক চন্দ্র শাহা লঞ্চডুবির তথ্য নিশ্চিত করেন।
রাত ৮টার দিকে পুলিশ, নৌ পুলিশ এবং ফায়ার সার্ভির্সের কর্মীরা উদ্ধার কাজ শুরু করে। এর আগে সন্ধ্যা সোয়া ৭টার দিকে নারায়ণগঞ্জে কালবৈশাখী শুরু হয়। জড়ো বাতাসে নদী উত্তাল ছিল। এ কারণে উদ্ধার কাজ শুরু করতে দেরি হয় বলে জানান ওসি দীপক চন্দ্র শাহা।
উদ্ধার কাজে অংশ নিতে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ঘটনাস্থলের দিকে যাচ্ছে বলে জানা গেছে।