করোনাভাইরাস ছড়ানো ঠেকাতে পাঁচ লাখ মাস্ক এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জাম নিয়ে লিয়েজ এয়ারপোর্টে নেমেছে একটি কার্গো প্লেন। প্রথম এই চালানের সরঞ্জাম ইতালিতে পাঠানো হবে বলে যৌথ বিবৃতিতে জানিয়েছে আলিবাবা এবং জ্যাক মা ফাউন্ডেশনস। রয়টার্স।
লিয়েজ এয়ারপোর্টের পক্ষ থেকে বলা হয়েছে, সামনের দিনগুলোতে এয়ারপোর্টটিতে আরও ফ্লাইট আসবে। ই-কমার্স সরবরাহে আলিবাবার মূল ইউরোপিয়ান হাব হবে এই এয়ারপোর্ট।
স্বাস্থ্য শঙ্কার লড়াইয়ে আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ে আলোচনার সময় জ্যাক মা আরও জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রেও করোনাভাইরাস পরীক্ষার পাঁচ লাখ কিট এবং ১০ লাখ মাস্ক অনুদান দেওয়া হবে।