করোনা নেগেটিভ হওয়ার চার সপ্তাহ পর টিকা নেয়া যাবে

করোনা নেগেটিভ হওয়ার চার সপ্তাহ পর টিকা নেয়া যাবে
করোনা আক্রান্তরা নেগেটিভ হওয়ার ২৮ দিন পর পর টিকা নিতে পারবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

বুধবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর আয়োজিত করোনাবিষয়ক এক জুম কনফারেন্সে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ডা. ফ্লোরা বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী করোনা আক্রান্ত ছিলেন এমন ব্যক্তির যেন অতিরিক্ত মাত্রায় পার্শ্বপ্রতিক্রিয়া না হয় সেজন্য ২৮ দিন পর টিকা গ্রহণ করতে হবে। প্রথম বা দ্বিতীয় উভয় ডোজ নেয়ার আগে একই নিয়ম প্রযোজ্য হবে।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, লকডাউন চলাকালে টিকা কার্ড সঙ্গে নিয়ে ব্যক্তিগত যানবাহনসহ অন্যান্য যানবাহন (রিকশা, ভ্যান) নিয়ে টিকাকেন্দ্রে যেতে পারবেন। পরিকল্পনা মাফিক টিকাদান কর্মসূচি সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে। টিকা সবাই পাবেন। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়