সোমবার (১৬ মার্চ) শেয়ারবাজার ও আর্থিক খাতের উন্নয়নের লক্ষ্যে আগারগাঁওয়ে অর্থমন্ত্রীর সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এবিবি চেয়ারম্যান আরও বলেন, শেয়ারবাজারে বিনিয়োগ করার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে প্রতিটি বাণিজ্যিক ব্যাংককে ২০০ কোটি টাকার ফান্ড দেওয়া হবে। এটা ছিল আজকের প্রোগ্রামের মূল এজেন্ডা। এই আলাপের সাথে সাথে আরও কিছু আলোচনা হয়েছে। আমরা ব্যাংকের এমডিদের পক্ষ থেকে সভায় বলেছি, সবাই এই প্রস্তাবটিকে আন্তরিকভাবে গ্রহণ করেছি। তারপরও কিছু পয়েন্টের বিষয়ে পরিষ্কার করার জন্য আমরা ডেপুটি গভর্নরের কাছে অনুরোধ করেছি। দুই একদিনের ভিতর উনি এসব ক্লিয়ার করে দিবেন বলে আশ্বাস দিয়েছেন।