বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বাজেট সামনে রেখে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে গণমাধ্যম প্রতিনিধিদের এক অনলাইন আলোচনায় সম্পাদকেরা এ পরামর্শ দেন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন অর্থমন্ত্রী নিজেই। অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনাম, চ্যানেল আইয়ের বার্তাপ্রধান শাইখ সিরাজ, বাংলাদেশ প্রতিদিন-এর সম্পাদক নঈম নিজাম এবং আমাদের নতুন সময়-এর সম্পাদক নাইমুল ইসলাম খান।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম ও অর্থসচিব আবদুর রউফ তালুকদার।
করোনার কারণে এক বছর ধরেই আর্থিক ক্ষতির মুখে রয়েছে সংবাদপত্রশিল্প। কমে গেছে আয়। সংবাদপত্রের মূল কাঁচামাল কাগজ। কিছু শিল্পের মূল কাঁচামালের ওপর শূন্য শুল্ক আছে। অথচ সংবাদপত্রের কাঁচামাল কাগজ আমদানিতে ৫ শতাংশ শুল্ক দিতে হয়। পাশাপাশি দিতে হয় ১৫ শতাংশ ভ্যাট ও ৫ শতাংশ অগ্রিম কর।