মালয়েশিয়ায় ২২ বাংলাদেশিসহ ৩৯ জন গ্রেফতার

মালয়েশিয়ায় ২২ বাংলাদেশিসহ ৩৯ জন গ্রেফতার
মালয়েশিয়ার মালেকা প্রদেশে পৃথক দুটি অভিযান চালিয়ে ২২ বাংলাদেশিসহ ৩৯ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ।

রাজ্যের অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার প্রদেশের উপকূলীয় ও পাসার বুরং বারু বেরেন্ডামে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে তিন ইন্দোনেশিয়ান নারীও রয়েছে।

রাজ্যের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মুখলিস আবু কাসিম বলেছেন, ক্লেবাংয়ে বিদেশি শ্রমিকদের স্থাপনায় একটি হোটেল-কনডোতে এবং বাতু বেরেনডাম হোলসেল মার্কেটের আশপাশে অভিযান পরিচালনা করা হয়। ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর অধীনে বৈধ কোনো কাজপত্র না থাকায় তাদের আটক করা হয়।

দুটি অভিযানে ১৩০ জনেরও বেশি বিদেশিদের কাগজপত্র পরীক্ষা করা হয় এবং আটকদের পরবর্তী পদক্ষেপের জন্য মেলাকা রাজ্য ইমিগ্রেশন বিভাগের অস্থায়ী ক্যাম্পে রাখা হয়েছে।

উপ-সহকারী পরিচালক আরও বলেছেন, আমরা সবসময় ‘হটস্পট’ অবস্থানগুলিতে নজরদারি চালিয়ে যাব। যেখানে প্রায়শই বিদেশিদের অবৈধ মোতায়েনের মতো দৃষ্টি নিবদ্ধ করে।

এদিকে চলমান রিক্যালিব্রেশন প্রোগ্রামের মাধ্যমে অবৈধ অভিবাসীরা তাদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ নেয়ার পরামর্শ দেয়া হয়েছে বলে উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মুখলিস আবু কাসিম জানিয়েছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

প্রবাসীদের সতর্ক করলো কাতারে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস
ভোটাধিকারের দাবিতে প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের সমাবেশ
মালয়েশিয়ায় বিশেষ অভিযান, ৩৭৭ বাংলাদেশি আটক
ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জের প্রতারণা, রোমে প্রবাসীদের বাংলাদেশ দূতাবাস ঘেরাও
কলিং ভিসায় ২৪ লাখ ৬৮ হাজার কর্মী নেবে মালয়েশিয়া
মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে গেল ৯৮ বাংলাদেশি
কুয়ালালামপুর বিমানবন্দরে চোরাচালানের দায়ে ৪ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় বিমানবন্দরে ২৬ বাংলাদেশি আটক
সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
চীনের রেশম পথের ঐতিহ্য ও সংস্কৃতি অন্বেষণে বিদেশী ভ্রমণকারীরা