সূত্র মতে, মঙ্গলবার ব্লক মার্কেটে ২৭টি কোম্পানি দুই কোটি ৩৩ লাখ ৮০ হাজার ৭৪৪টি শেয়ার হাতবদল করে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ব্লক মার্কেটে ৪০২ কোটি ৭১ লাখ ৩৪ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ১২৫ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। তৃতীয় সর্বোচ্চ বেশি লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে গ্রামীণ ফোন লিমিটেড। এদিন কোম্পানিটি ১২৩ কোটি ৮৪ লাখ টাকার লেনদেন করে।
এছাড়াও এসিআই লিমিটেড নয় লাখ ৪০ হাজার টাকার, এডিএন টেলিকম লিমিটেড সাত লাখ ২৭ হাজার টাকার, এশিয়া ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ছয় কোটি ৭২ লাখ টাকার, ব্রিটিশ আমেরিকান টেবাকো বাংলাদেশ লিমিটেড এক কোটি চার লাখ ১০ হাজার টাকার, বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেড ১০ লাখ ৫১ হাজার টাকা, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ১৭ লাখ ১০ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেড নয় লাখ ১৩ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৯৭ লাখ ৪০ হাজার টাকার, সেন্ট্রাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এক কোটি ৪৩ লাখ ৬৪ হাজার টাকা, ইস্টার্ণ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড আট কোটি ৯০ লাখ সাত হাজার টাকা, জিবিবি পাওয়ার লিমিটেড এক কোটি ৩৪ লাখ ৬০ হাজার টাকার, জেনেক্স ইনফিউশন লিমিটেড ১০ লাখ টাকার, ইফাদ অটোস লিমিটেড নয় লাখ দুই হাজার টাকার, কহিনূর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১৫ লাখ ৩৯ হাজার টাকার, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড পাঁচ লাখ ৪৯ হাজার টাকা, ন্যাশনাল টিউবস লিমিটেড পাঁচ লাখ ১৫ হাজার টাকার, আরডি ফুড লিমিটেড দুই কোটি ৪০ লাখ ৬০ হাজার টাকার, রিং সাইন টেক্সটাইলস লিমিটেড পাঁচ লাখ ১০ হাজার টাকার, রূপালী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড সাত লাখ ৫৬ হাজার টাকার, সী পার্ল লিমিটেড ২১ লাখ চার হাজার টাকার, সিলভা ফার্মাসিটিক্যালস লিমিটেড ২৫ লাখ ছয় হাজার টাকার, সাইনপুকুর সিরামিকস লিমিটেড ৫১ লাখ ৪৩ হাজার টাকা, সান লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড১২ লাখ ৬৫ হাজার টাকা এবং ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড এক কোটি ৪৫ লাখ ৫২ হাজার টাকা।