সূত্র মতে, মঙ্গলবার ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩.৬০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩.৪০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ০.২০ টাকা বা ৫.৫৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে ফারইস্ট ফাইন্যান্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিঅ্যান্ডএ টেক্সটাইলের ৪.৭৬ শতাংশ, জিলবাংলা সুগারের ৪.৭১ শতাংশ, কেয়া কসমেটিকসের ৩.৭৭ শতাংশ, জাহিনটেক্সের ৩.৭০ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৩.১৭ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৩.১৪ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ২.৯৭ শতাংশ, রেনেটার ২.৭৯ শতাংশ এবং অগ্রণী ইন্স্যুরেন্সের শেয়ার দর ২.৪১ শতাংশ কমেছে।