দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখীর আঘাত

দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখীর আঘাত
দেশের বিভিন্ন স্থানে বুধবার (২৮ এপ্রিল) বিকেলের পর থেকে কালবৈশাখী ঝড় আঘাত হানা শুরু করেছে। রাতেও একাধিক এলাকায় বয়ে যেতে পারে এ কালবৈশাখী ঝড়।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সন্ধ্যা সাতটার দিকে রংপুর ও গাইবান্ধা জেলায় কালবৈশাখী ঝড় হয়েছে। এছাড়া সন্ধ্যা থেকে লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর জেলায় কালবৈশাখী শুরু হয়। রাতে বগুড়া ও জামালপুরে কালবোইশাখী আঘাত হানতে পারে। এছাড়া, ময়মনসিংহ বিভাগের উত্তর পশ্চিম জেলাসমূহ- সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর জেলায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস সূত্র বলছে, টাঙ্গাইল, বগুড়া, কুমিল্লা ও কিশোরগঞ্জ জেলাসহ রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব স্থানে কোথাও কোথাও ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। পাশাপাশি দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে রাঙ্গামাটি, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, সীতাকুণ্ড, শ্রীমঙ্গল এবং দিনাজপুর অঞ্চলসহ রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের দাবদাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় কিছু অঞ্চলে দাবদাহ কমে যেতে পারে।

তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য কমবে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সন্ধ্যায় ঢাকায় বাতাসের দিক ও গতি ছিল দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার। এছাড়া বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫০ শতাংশ।

পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী পাঁচ দিনের আবহাওয়ায় সামান্য পরিবর্তন হতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো