সোমবার (০৩ মে) সকালে দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
বাংলাবাজার ফেরিঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক আশিকুর রহমান গণমাধ্যমে বলেন, শিমুলিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে একটি স্পিডবোট বাংলাবাজারের দিকে যাচ্ছিল। কাঁঠালবাড়ি ঘাটের কাছে পৌঁছালে একটি বাল্কহেডের পেছনে ধাক্কা লেগে উল্টে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের মরদেহ এবং ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।