মঙ্গলবার (৪ মে) প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ব্যাংকটিকে পুঁজিবাজারে আনতে কাজ করবে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড (পিবিআইএল) ও ব্রাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড। ইতোমধ্যে এ বিষয়ে তিনটি প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম মোকাম্মেল হক চোধুরী, পিবিআইএলের প্রধান পরিচালন কর্মকর্তা খন্দকার রায়হান আলী এবং ব্রাক ইপিএল ইনভেস্টমেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ রশিদ হুসেন। এ সময় তিনটি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুঁজিবাজার থেকে ব্যাংকটি ৪২৮ কোটি টাকা সংগ্রহ করবে। বর্তমানে ব্যাংকটির অনুমোধিত মূলধন ১ হাজার কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৫৫৯ কোটি টাকা। ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে শেয়ারবাজারে তালিকাভুক্তর জন্য আবেদন করবে ব্যাংকটি।
ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে এ বিষয়ে অনুমোদন নিয়েছে ইউনিয়ন ব্যাংক কর্তৃপক্ষ।