পুঁজিবাজার থেকে ৪২৮ কোটি টাকা উত্তোলন করবে ইউনিয়ন ব্যাংক

পুঁজিবাজার থেকে ৪২৮ কোটি টাকা উত্তোলন করবে ইউনিয়ন ব্যাংক
ফিক্সড প্রাইস পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করতে চায় চতুর্থ প্রজন্মের ইউনিয়ন ব্যাংক। ব্যাংকটি ৪২৮ কোটি টাকা সংগ্রহ করবে। এরই ধারাবাহিকতায় ব্যাংকটি ইস্যু ম্যানেজার নির্ধারণ করেছে।

মঙ্গলবার (৪ মে) প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্যাংকটিকে পুঁজিবাজারে আনতে কাজ করবে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড (পিবিআইএল) ও ব্রাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড। ইতোমধ্যে এ বিষয়ে তিনটি প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম মোকাম্মেল হক চোধুরী, পিবিআইএলের প্রধান পরিচালন কর্মকর্তা খন্দকার রায়হান আলী এবং ব্রাক ইপিএল ইনভেস্টমেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ রশিদ হুসেন। এ সময় তিনটি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুঁজিবাজার থেকে ব্যাংকটি ৪২৮ কোটি টাকা সংগ্রহ করবে। বর্তমানে ব্যাংকটির অনুমোধিত মূলধন ১ হাজার কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৫৫৯ কোটি টাকা। ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে শেয়ারবাজারে তালিকাভুক্তর জন্য আবেদন করবে ব্যাংকটি।

ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে এ বিষয়ে অনুমোদন নিয়েছে ইউনিয়ন ব্যাংক কর্তৃপক্ষ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত