বুধবার (১২ মে) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. রওশন জাহান আক্তার গণমাধ্যমে এ তথ্য জানিয়েছে।
তিনি বলেন, ইপিআইতে ঢোকানোর পর টিকার সঠিক সংখ্যা ও তাপমাত্রা ঠিক আছে কি না পরীক্ষা করা হয়। এতে সবকিছু ঠিক পাওয়া গেছে।
তিনি বলেন, ‘আমরা ৫ লাখ টিকা বুঝে পেয়েছি। এখন এসব টিকা হস্তান্তরের অপেক্ষা।’
এর আগে বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ জে বিমান বুধবার ভোরে সিনোফার্ম উদ্ভাবিত টিকা ও এডি সিরিঞ্জ নিয়ে ঢাকার কুর্মিটোলায় বিমানবাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটিতে অবতরণ করে।
চীন থেকে টিকা আনতে মঙ্গলবার ১৩ জন এয়ার ক্রু চীনের উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছিলেন। বিমান বাহিনীর উইং কমান্ডার হাবিবুর রহমান দলনেতা হিসেবে এই মিশনের দায়িত্ব পালন করেন।