বুধবার (১২ মে) স্বাস্থ্য অধিদফতরের সাপ্তাহিক স্বাস্থ্য বুলেটিনে এ বিষয়ে বিস্তারিত জানান স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ডা. নাজমুল ইসলাম।
তিনি বলেন, ‘উন্মুক্ত স্থানে ঈদের জামাত আদায় করার পরামর্শে আমরা বিজ্ঞানকে প্রাধান্য দিয়েছি। খোলামেলা জায়গায় নিরাপদ দূরত্বে দাঁড়ালে এবং বায়ু প্রবাহ থাকলে, সেটি কিন্তু সংক্রমণ না ছড়ানোর কাজে সহায়তা করবে। সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্ম মন্ত্রণালয় যেটি বলেছে, সেটি আমরা পরীক্ষা করে দেখবো। তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। আশা করি, আমরা খুব দ্রুত এটি সুরাহা করতে পারবো।’
এ সময় টিকার ঘাটতি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা হিসাব করেছি, অন্তত ১২-১৩ লাখের ওপররে টিকার ঘাটতি আছে।’