বৃহস্পতিবার (১৩ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, চট্টগ্রামের সাতটি ও কক্সবাজারের একটি ল্যাবে ৬৯১টি নমুনা পরীক্ষায় ১০২ জনের করোনা শনাক্ত হয়। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ৮৭ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১৫ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ৫১ হাজার ৬০১ জন। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ৪১ হাজার ২৯২ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১০ হাজার ৩০৯ জন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই জনসহ করোনায় চট্টগ্রামে মোট মৃত্যু হয়েছে ৫৭৫ জনের। যার মধ্যে নগরীর ৪২৫ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১৫০ জন।