বৃহস্পতিবার (১৩ মে) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। আকাশের মেঘ গলে রোদের দেখাও পাওয়া যাচ্ছে। আজ দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পঞ্চগড়ে ২৯ মিলিমিটার। দেশে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল চাঁদপুরে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সারা দেশে আকাশ মেঘলা থাকায় এবং কোথাও কোথাও বৃষ্টি পড়তে থাকায় সারা দেশ থেকে তাপপ্রবাহ বিদায় নিয়েছে।
এদিকে সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্র গণমাধ্যমে জানিয়েছে, বাংলাদেশে বৃষ্টি কম হলেও উজানে ভারতীয় অংশের আসাম ও মেঘালয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে। এর ফলে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি দ্রুত বাড়ছে। দেশের বিভিন্ন নদ-নদীর ৩৯টি পয়েন্টের পানি বাড়ছে ও ২০টির পানি কমছে।