সূত্র মতে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস এনআরবিসি ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪ টাকা ৯০ পয়সা। আর গত সপ্তাহের শেষ কার্যদিবস এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৯ টাকা ৬০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ব্যাংকটির শেয়ার দর ৪ টাকা ৭০ পয়সা বা ৩১ দশমিক ৫৪ শতাংশ বেড়েছে।
ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ২৩ দশমিক ৮৮ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ২৩ দশমিক ৩৬ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইংয়ের ২০ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ১৯ দশমিক ৭৭ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ১৯ দশমিক ৪৪ শতাংশ, নুরানী ডাইংয়ের ১৮ দশমিক ৬৪ শতাংশ, রূপালী ব্যাংকের ১৮ দশমিক ১৫ শতাংশ, ইজেনারেশনের ১৭ দশমিক ৬৬ শতাংশ এবং কেয়া কসমেটিকসের শেয়ার দর ১৭ দশমিক ৩১ শতাংশ বেড়েছে।