আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৫ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮১৩ দশমিক ১৬ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭ দশমিক ৬৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৮২ দশমিক ৭৮ পয়েন্টে এবং ২ হাজার ১৯২ দশমিক ৬৫ পয়েন্টে।
আজ ডিএসইতে ১ হাজার ৪১৮ কোটি ৩৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩৫ কোটি ২০ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪৫৩ কোটি ৫৬ লাখ টাকার।
ডিএসইতে আজ ৩৬৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ২৩১টির বা ৬২.৭৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর কমেছে ৮৮টির বা ২৩.৯১ শতাংশের এবং বাকি ৪৯টির বা ১৩.৩২ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯০.৯৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৪৯.১৯ পয়েন্টে। সিএসইতে আজ ২৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৯২টির দর বেড়েছে, কমেছে ৬৮টির আর ৩২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭১ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।