শনিবার (১৫ মে) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার দক্ষিণ কুরুরোয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এঘটনায় আহত হয়েছেন দুইজন। তারা হলেন- ফার্মের ম্যানেজার জসিম উদ্দিন খোকন ও সহকারী ম্যানেজার মোহাম্মদ তানজিল হোসেন। এদের মধ্যে জসিম উদ্দিন খোকনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনায় সহকারী ম্যানেজার মোঃ তানজিল হোসেন চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-৩০।
মামলার আসামিরা হলেন- জাফর মিজির ছেলে ইয়াছিন মিজি (২৭ ), ফারুক মিজির ছেলে রাছেল মিজি (৩০), কালু মিজির ছেলে নাজির মিজি (১৯), ফারুক মিজির ছেলে রায়হান মিজি (২১), শরিফ মিজির ছেলে সামছু মিজি (২০), মৃত নুরু মিজির ছেলে ইলিয়াস মিজি (৩০), সুলতান মিজির ছেলে মামুন মিজি (২২), ইসমাইল হরকারের ছেলে হাসান হরকার, কালু মিয়াজির ছেলে নাসির হোসেন। তারা সবাই উপজেলার ফরক্কাবাদ এলাকার বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্তরা বিভিন্ন সময় ফার্মের লোকজনকে গালমন্দ করে আসছিল। শনিবার তারা জোরপূর্বক ফার্মের ভেতরে প্রবেশ করতে চাইলে ম্যানেজার খোকন তাদের বাঁধা দেয়। এসময় তাঁরা খোকনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। জসিমকে উদ্ধার করার চেষ্টা করলে তানজিলের ওপরও হামলা চালায় তাঁরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। খোকনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এগ্রো-টেক ফার্ম লিমিটেডের পরিচালক মোঃ মাইনুল হাসান দুলন অর্থসংবাদকে বলেন, স্থানীয় মাদকাসক্তরা বিভিন্ন সময় ফার্মের কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করে। শনিবার তাঁরা ফার্মের ভেতরে ঢুকে কর্মীদের ওপর হামলা চালায়। এতে দুই কর্মী গুরুতর আহত হয়। এর মধ্যে একজনের মাথা থেতলে দেয়া হয়েছে।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রশিদ বলেন, আমরা খুব দ্রুতই সকল আসামীকে ধরার চেষ্টা করছি। বিষয়টি গুরুত্বসহ দেখা হবে। ইতোমধ্যে আমরা ২ জনকে ধরতে সক্ষম হয়েছি। যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাঁদের দ্রুত আইনের আওতায় আনা হবে।