কোভিড পরীক্ষায় শ্রীলঙ্কা দলের প্রত্যেকের ফল নেগেটিভ এসেছে। তাতে স্বস্তি শ্রীলঙ্কা দলে। বিসিবির সহকারী চিকিৎসক মনজুর হোসেন জানান, ‘শ্রীলঙ্কা দলের প্রথম কোভিড পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। মঙ্গলবার (১৮ মে) দ্বিতীয়বার কোভিড পরীক্ষা করানো হবে। দ্বিতীয় পরীক্ষায় নেগেটিভ ফল আসার পর তাদের মাঠে নামতে কোনও বাধা থাকবে না।’
সূচি অনুযায়ী ১৯ মে সফরকারী দল মিরপুর শের-ই-বাংলায় অনুশীলনে নামবে। সিরিজ চলাকালে ও শেষে আরও দুইবার তাদের কোভিড পরীক্ষা করানো হবে। এর আগে দেশ থেকেও কোভিড পরীক্ষার নেগেটিভ ফল নিয়ে বাংলাদেশে এসেছিল তারা।
আইসিসি বিশ্বকাপ সুপার লিগের তিন ম্যাচ খেলতে শ্রীলঙ্কা দল ঢাকায়। ২৩, ২৫ ও ২৮ মে দিবারাত্রির তিনটি ম্যাচ হবে মিরপুর শের-ই-বাংলায়। সুপার লিগের প্রতিটি ম্যাচের জন্য বরাদ্দ ১০ পয়েন্ট। জিতলেই পাওয়া যাবে ১০ পয়েন্ট। হারলে ১০ পয়েন্ট হাতছাড়া। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারিয়ে ৩০ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়ে শ্রীলঙ্কা হারিয়েছে ৩০ পয়েন্ট।