সূত্র মতে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ১২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৭৪ টি বারে ১০ লাখ ৮৯ হাজার ৪৯০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৬৩ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মীর আখতারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ০১ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ২১৬ বারে ১০ লাখ ৩৯ হাজার ২২১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৪৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- জাহিন টেক্সটাইলের ৭ দশমিক ৫৭ শতাংশ, ফার ইস্ট নিটিংয়ের ৬ দশমিক ৮৩ শতাংশ, এমারল্ড ওয়েলের ৬ দশমিক ৬৩ শতাংশ, আলিফের ৬ দশমিক ৫২ শতাংশ, মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের ৫ দশমিক ৯৪ শতাংশ, খান ব্রাদার্সের ৫ দশমিক ৪৩ শতাংশ, এপোলো ইস্পাতের ৫ দশমিক ৪০ শতাংশ ও ড্রাগন সোয়েটারের ৫ দশমিক ৩৪ শতাংশ দর কমেছে ।