গরম থাকবে আরও দুই দিন, এরপর তাপমাত্রা কমবে

গরম থাকবে আরও দুই দিন, এরপর তাপমাত্রা কমবে
দেশের কোথাও কোথাও হালকা বা মাঝারি ধরনের বৃষ্টি হলেও ভ্যাপসা গরম থাকবে আরও দুই দিন। মঙ্গলবার (২৫ মে) আজকের তুলনায় কিছুটা তাপমাত্রা কমবে, কিন্তু তাতে গরমের খুব একটা হেরফের হবে না।

সোমবার (২৪ মে) আবহাওয়া অফিসসূত্রে এ তথ্য জানা গেছে।

আবহাওয়াবিদ আরিফ হোসেন গণমাধ্যমে জানান, গরম আজ সোমবার (২৪ মে) ও আগামীকাল সারাদিন প্রায় একই থাকতে পারে। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে স্থানীয় আবহাওয়ার কারণে ঝড়বৃষ্টি হতে পারে। এতে আগামীকাল সন্ধ্যার দিকে তাপমাত্রা কমে আসবে। সাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে আগামীকাল মধ্যরাতের পর উপকূলীয় এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা, রাঙামাটি, সীতাকুণ্ড, নোয়াখালী, ফেনী, রাজশাহী, পাবনা ও শ্রীমঙ্গলসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী ২৪ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, রাজশাহী ও ঢাকা বিভাগের দুই-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকার আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায় ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে সোমবার ঢাকায় ৩৭ দশমিক ৮, ময়মনসিংহে ৩৭ দশমিক ২, চট্টগ্রামে ৩৫, সিলেটে ৩৭ দশমিক ৮, রাজশাহীতে ৩৮ দশমিক ৬, রংপুরে ৩৭ দশমিক ২, খুলনায় ৩৯ দশমিক ৮ এবং বরিশালে ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেঁয়াজের দামে শঙ্কায় কৃষক, ক্ষুব্ধ ক্রেতা
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি বন্ধ
তিনদিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ
চিটাগাং সিনিয়রস ক্লাবের নতুন প্রেসিডেন্ট বাবলু
স্থলবন্দর এলাকায় মর্টারশেল, ধ্বংস করলো সেনাবাহিনী
রংপুরের তারাগঞ্জ সভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ময়মনসিংহে মালবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪
এক জালে ১৫৯ পোপা মাছ, দাম হাঁকছেন ২ কোটি
রেললাইনের ক্লিপ খুলে নিলো দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা