ভারতে করোনা আক্রান্ত সংখ্যা ছাড়াল ২ কোটি

ভারতে করোনা আক্রান্ত সংখ্যা ছাড়াল ২ কোটি
একদিনে ১ লাখ ৮৬ হাজার নতুন শনাক্তের মধ্য দিয়ে ভারতে কভিড শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৭৫ লাখে। গত ৪৪ দিনের মধ্যে এটি সর্বনিম্ন দৈনিক কভিড শনাক্তের রেকর্ড। দেশটিতে গত দুই মাসে সংক্রমণ বৃদ্ধিতে বি.১.৬১৭ স্ট্রেইনের ভূমিকা নিয়ে বিজ্ঞানীদের গবেষণার মধ্যেই শনাক্ত কমেছে।

সরকারি তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ভারতে ৩ হাজার ৬৬০ জন কভিড রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে ১১ দিন পর দেশটিতে দৈনিক মৃত্যু ৪ হাজারের নিচে নেমেছে। মহামারীর শুরু থেকে বর্তমানে মোট মৃতের সংখ্যা ৩ লাখ ১৮ হাজার ৮৯৫ জনে দাঁড়িয়েছে ভারতে।

টানা ১৫ দিন ধরে দৈনিক শনাক্তের চেয়ে দৈনিক সুস্থ্য হওয়া রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৫৯ হাজারের বেশি লোক করোনামুক্ত হয়েছেন।

ভারতের সর্বোচ্চ সংক্রমিত রাজ্য মহারাষ্ট্রে ২১ হাজার ২৭৩ জনের শরীরে নতুন করে কভিড-১৯ শনাক্ত হয়েছে, মারা গেছেন ৮৮৪ জন। মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে বলেছেন, ভাইরাসের সংক্রমণ রোধে ১ জুনের পরে রাজ্যে লকডাউনের মতো কড়াকড়ি বাড়ানো হবে।

মহারাষ্ট্রের পরে সবচেয়ে বেশি সংক্রমণ রয়েছে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু এবং উত্তর প্রদেশে।

এদিকে ভারতে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের তালিকায় নতুন করে যুক্ত হয়েছে রাজধানী দিল্লি। সেখানে ১৫৩ জন রোগীর ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া