চীনের টিকা পাবেন পুলিশ সদস্যরাও

চীনের টিকা পাবেন পুলিশ সদস্যরাও
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চীনের সিনোফার্মের টিকা মেডিকেল শিক্ষার্থীদের পাশাপাশি পুলিশ সদস্যদেরও দেওয়া হবে।

শুক্রবার (২৮ মে) রাতে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, চীন থেকে আসা উপহারের পাঁচ লাখ টিকা আপাতত সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টালের শিক্ষার্থী, নার্সিং শিক্ষার্থী এবং মেডিকেল টেকনোলজি শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে। এখন থেকে তাদের পাশাপাশি পুলিশ সদস্যদেরও এ টিকা দেওয়া হবে।

অধ্যাপক নাসিমা সুলতানা বলেন বলেন, পাঁচ লাখ টিকা আড়াই লাখ মানুষকে দেওয়া হবে। দেশে আড়াই লাখ মেডিকেল শিক্ষার্থী নেই। যে কারণে পুলিশ সদস্যদের এই টিকা দেওয়া হবে। দ্রুতই টিকাদান শুরু হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল জরুরি ব্যবহারে সিনোফার্মের টিকা প্রয়োগের অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদফতর। এরপর গত ১২ মে বাংলাদেশে এই টিকার পাঁচ লাখ ডোজ উপহার হিসেবে পাঠায় চীন। আরও ৬ লাখ ডোজ টিকা উপহার হিসেবে পাঠানোর কথা দিয়েছে বেইজিং।

এছাড়া সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা কিনবে সরকার। এ টিকার প্রতি ডোজ কিনতে খরচ হবে ১০ ডলার করে, যা ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত কোভিশিল্ড টিকার মূল্যের চেয়ে দ্বিগুণ বেশি। সিরামের কাছ থেকে প্রতি ডোজ ৪ ডলারে কিনছে বাংলাদেশ। সরাসরি ক্রয় পদ্ধতিতে চীন থেকে টিকা কিনবে সরকার।

আনুষ্ঠানিকভাবে গত মঙ্গলবার (২৫ মে) থেকে দেশে শুরু হয় চীনের টিকা প্রয়োগ। আপাতত ঢাকা মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিক্যাল, স্যার সলিমুল্লাহ ও মুগদা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের এই টিকা দেওয়া হচ্ছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু