রাজশাহী মেডিকেলে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেলে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু
দেশে করোনার সংক্রমণ শনাক্ত হওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ রোগী মারা গেছেন। করোনা ও করোনার উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে ১২ জন মারা গেছেন। এর মধ্যে আটজন করোনায় সংক্রমিত ছিলেন আর চারজনের করোনার উপসর্গ ছিল।

এটিই হাসপাতালে এক দিনে সর্বোচ্চসংখ্যক রোগীর মৃত্যুর রেকর্ড। এ নিয়ে ২৪ থেকে ২৯ মে পর্যন্ত হাসপাতালে মারা গেলেন ৫০ জন। এর মধ্যে ২৪ মে হাসপাতালে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছিল। এই ৫০ জনের মধ্যে ২৩ জন করোনায় সংক্রমিত ছিলেন।

এবিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস গণমাধ্যমে বলেন, গতকাল শনিবার সকাল ১০টা থেকে আজ রোববার সকাল ১০টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ জন মারা যান। মৃত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ সাতজন করোনার নতুন হটস্পট চাঁপাইনবাবগঞ্জের। এ ছাড়া রাজশাহীর দুজন, নওগাঁর দুজন ও নাটোরের একজন মারা গেছেন।

রাজশাহী মেডিকেলে করোনাসংক্রান্ত রোগী বাড়ছে। রোগীদের জন্য ওয়ার্ডে জায়গা দিতেও হাসপাতাল কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সকাল ১০টা পর্যন্ত করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ২০৯ জন। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ৭৫ জন। বাকি ১৩৪ জন উপসর্গ নিয়ে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন ১৩ জন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়