এটিই হাসপাতালে এক দিনে সর্বোচ্চসংখ্যক রোগীর মৃত্যুর রেকর্ড। এ নিয়ে ২৪ থেকে ২৯ মে পর্যন্ত হাসপাতালে মারা গেলেন ৫০ জন। এর মধ্যে ২৪ মে হাসপাতালে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছিল। এই ৫০ জনের মধ্যে ২৩ জন করোনায় সংক্রমিত ছিলেন।
এবিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস গণমাধ্যমে বলেন, গতকাল শনিবার সকাল ১০টা থেকে আজ রোববার সকাল ১০টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ জন মারা যান। মৃত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ সাতজন করোনার নতুন হটস্পট চাঁপাইনবাবগঞ্জের। এ ছাড়া রাজশাহীর দুজন, নওগাঁর দুজন ও নাটোরের একজন মারা গেছেন।
রাজশাহী মেডিকেলে করোনাসংক্রান্ত রোগী বাড়ছে। রোগীদের জন্য ওয়ার্ডে জায়গা দিতেও হাসপাতাল কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সকাল ১০টা পর্যন্ত করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ২০৯ জন। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ৭৫ জন। বাকি ১৩৪ জন উপসর্গ নিয়ে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন ১৩ জন।