এর মধ্যে বিএমইটির মহাপরিচালক নিয়োগ পেয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শহীদুল আলম। আর উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আতাউর রহমান।
রোববার (৩০ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পৃথক প্রজ্ঞাপনে হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিকর্ণ কুমার ঘোষ এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লি. এর ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ পেয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সদস্য (অতিরিক্ত সচিব) মো. বিল্লাল হোসেন।
অপরদিকে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের পরিচালক হয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলতাফ হোসেন চৌধুরী।
আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে ৪ অতিরিক্ত সচিবের দফতর বদল করেছে সরকার।
এর মধ্যে অতিরিক্ত সচিব (পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদানকৃত) ইকবাল আবদুল্লাহ হারুনকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. এনামুল হককে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে, বিদ্যুৎ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব শেখ ফয়জুল আমিনকে শিল্প মন্ত্রণালয়ে এবং কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের চিফ কনসালটেন্ট (অতিরিক্ত সচিব) সৈয়দ ইমামুল হোসেনকে মাধ্যমিক ও উচ্ছ শিক্ষা বিভাগে বদলি করা হয়েছে।
এছাড়া অবসরগমনের সুবিধার্থে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বর্তমান মহাপরিচালক তপন কুমার ঘোষকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।