সূত্র মতে, বর্তমানে কোম্পানিটির ব্যান্ডউইথ ১৯০০ জিবিপিএস।এর মধ্যে SEA-ME-WE-5 (SMW-5) সাবমেরিন ক্যাবল সিস্টেম Light Up#3 (LU#3) প্রোগ্রামের আওতায় ১২০০ জিবিপিএস ব্যান্ডউইথ আছে। সম্প্রতি কুয়াকাটা-মার্সেই (ফ্রান্স) রুটের সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ১০০ জিবিপিএস ব্যান্ডউইথ যুক্ত হয়েছে। আর দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (SMW-4) এর আওতায় বর্তমানে ৬০০ জিবিপিএস ক্যাপাসিটি আছে।
কোম্পানিটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২২ সালের মধ্যে SEA-ME-WE-5 (SMW-5) সাবমেরিন ক্যাবল সিস্টেম Light Up#3 (LU#3) প্রোগ্রামের আওতায় সিঙ্গাপুর-কুয়াকাটা রুটে নতুন করে ৯০০ জিবিপিএস ব্যান্ডউইথ যুক্ত হবে। এছাড়া কোম্পানির পক্ষ থেকে কনসোর্টিয়ামকে আরও ৭০০ জিবিপিএস ব্যান্ড্ইথ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে SMW-4 কনসোর্টিয়াম কাজ শুরু করেছে এবং আশা করা যাচ্ছে যে, ২০২২ সালের মাঝামাঝি নাগাদ এই ক্যাপাসিটি চালু করা সম্ভব হবে। আর এই দুই ক্যাবল থেকে নতুন ব্যান্ডউইথ যুক্ত হলে কোম্পানিটির মোট ব্যান্ডউইথের পরিমাণ ১৯০০ জিবিপিএস থেকে বেড়ে ৩৫০০ জিবিপিএসে উন্নীত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সম্প্রতি কয়েকটি পত্রিকায় SMW-6 সাবমেরিন ক্যাবল চালু হওয়ার আগে দেশে ব্যান্ডউইথের ঘাটতি দেখা দিতে পারে মর্মে সংবাদ প্রকাশিত হয়েছে, যা বাস্তব অবস্থার সাথে সঙ্গতিপূর্ণ নয়। এর প্রেক্ষিতে তারা ব্যান্ডউইথের বর্তমান অবস্থা,সৌদি টেলিকমসহ কিছু বিদেশি কোম্পানির কাছে ক্যাপাসিটি ট্রান্সফার ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেছে।
এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার দেশে তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এর আলোকে South East Asia-Middle East-Western Europe-6 (SEA-ME-WE-6) কনসোর্টিয়ামের সাথে যুক্ত হচ্ছে, যা SMW-6 নামে পরিচিত। এর আওতায় স্থাপনের জন্য ঠিকাদার চূড়ান্ত করার কাজ চলছে। চলতি বছরের জুলাই মাসের মধ্যে SMW-6 সাবমেরিন ক্যাবল স্থাপনের জন্য SMW-6 কনসোর্টিয়ামের সকল সদস্যগণের মধ্যে Construction & Maintenance Agreement (C&MA) চুক্তিসহ Supplier-এর সাথে চুক্তি স্বাক্ষরকরণ ও উল্লিখিত সাবমেরিন ক্যাবলটি স্থাপনের কাজ শুরু হওয়ার কথা। সব কিছু ঠিকঠাক থাকলে ২০২৪ সালের মাঝামাঝি নাগাদ দেশ তৃতীয় সাবমেরিন ক্যাবলে সংযুক্ত হতে পারবে। এই ক্যাবলের মাধ্যমে পূর্ব ও পশ্চিম- উভয় প্রান্তে আলাদা আলাদাভাবে কমপক্ষে আরো ৬০০০ জিবিপিএস ব্যান্ডউইথ যুক্ত হবে বিএসসিসিএলের ক্যাপাসিটিতে।