বৃহস্পতিবার (৩ জুন) এই সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে বিএসইসি।
এর আগে গত ৭ এপ্রিলে ৬৬টি কোম্পানির ফ্লোর প্রাইস তুলে নেওয়া হয়।
করোনা পরিস্থিতিজনিত আতঙ্কের কারণে পুঁজিবাজারে ব্যাপক দরপতন শুরু হলে গতবছরের ১৯ মার্চ বিএসইসি ওই ফ্লোর প্রাইস আরোপ করেছিল।।
ফ্লোর প্রাইস তুলে নিলেও যাতে আলোচিত ৩০ কোম্পানির শেয়ারের দাম বেশি কমতে না পারে, সে লক্ষ্যে সার্কিটব্রেকারে কিছু পরিবর্তন আনা হয়েছে। আলোচিত কোম্পানিগুলোর শেয়ারের দাম ২ শতাংশের বেশি কমতে পারবে না। তবে দর বৃদ্ধির ক্ষেত্রে স্বাভাবিক সার্কিটব্রেকার (১০%) প্রযোজ্য থাকবে।
ফ্লোর প্রাইসের নির্দেশনা প্রত্যাহার করে নেওয়া কোম্পানিগুলো হচ্ছে-