সূত্র মতে, কোম্পানি তিনটি হলো : এমবি ফার্মা, সোনালী আঁশ এবং ইফাদ অটোস।
কোম্পানি তিনটির মধ্যে এমবি ফার্মার বিকাল ৩ টা ১৫ মিনিটে, সোনালী আঁশের বিকাল সাড়ে ৪টায় এবং ইফাদ অটোসের বোর্ড সভা বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিগুলোর মধ্যে এমবি ফার্মার বোর্ড সভায় লভ্যাংশ এবং সোনালী আঁশ ও ইফাদ অটোসের বোর্ড সভায় অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।