সেইন্ট লুসিয়ায় ড্যারেন স্যামি স্টেডিয়ামে প্রথম দিনের খেলা শেষে স্পষ্টভাবে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। ক্যারিবীয়দের ৯৭ রানের জবাবে ৪৩ ওভার ব্যাটিং করে ৪ উইকেট হারিয়ে ১২৮ রান করে ফেলেছে তারা। এরই মধ্যে লিড দাঁড়িয়েছে ৩১ রানের।
বৃহস্পতিবার (১০ জুন) টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু তাদের এই সিদ্ধান্ত ক্রমেই বুমেরাং হয়ে ফিরে আসে। দুই ওপেনার ক্রেইগ ব্রাথওয়েট ও শাই হোপের ব্যাট থেকে আসে ১৫ রান করে। তিন নম্বরে নামা এনক্রুমাহ বোনার করেন ১০ রান।
এছাড়া দুই অঙ্কে যেতে পেরেছেন শুধু জেসন হোল্ডার ও রাহকিম কর্নওয়াল। ইনিংসের সর্বোচ্চ ২০ রান করেছেন হোল্ডার, কর্নওয়ালের সংগ্রহ ১৩ রান। একপর্যায়ে মাত্র ৫৬ রানে ৭ উইকেট হারিয়ে আরও কমেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে গিয়েছিল ক্যারিবীয়রা। তবে হোল্ডার-কর্নওয়াল মিলে কোনোমতে একশ ছোঁয়া সংগ্রহ এনে দেন দলকে।
বল হাতে রীতিমতো আগুন ঝরিয়েছেন দক্ষিণ আফ্রিকার দুই পেসার লুঙ্গি এনগিডি ও এনরিচ নর্টজে। ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফারে মাত্র ১৯ রানে ৫ উইকেট নিয়েছেন লুঙ্গি, নর্টজের শিকার ৩৫ রানে ৪ উইকেট। অন্য উইকেটটি নিয়েছেন কাগিসো রাবাদা।