মঙ্গলবার (১৫ জুন) রাতে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
মামুন আল মাহতাব বলেন, সোমবার রোটারি ইন্টারন্যাশনাল পুরস্কারের বিষয়টি জানিয়েছে। বিষয়টি অবশ্যই আমার জন্য আনন্দদায়ক খবর।
রোটারি ইন্টারন্যাশনাল সূত্রে জানা যায়, অধ্যাপক মাহতাব মহামারির সময় বিপন্নদের খাবার, হ্যান্ড সেনিটাইজার বিতরণসহ ১৬টি কার্যক্রম চালু করেন। লকডাউনের সময় তিনি ২৪ জন চিকিৎসককে নিয়ে একটি টিম গঠন করেন। যারা প্রতিদিন ৩০০ রোগীকে টেলিমেডিসিনের মাধ্যমে সেবা দিয়েছেন। করোনা নিয়ে প্রায় ১৭টি গবেষণাপত্র দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে। লিভার রোগীদের ভ্যাকসিন নীতিমালা প্রস্তুত করতে তিনি ব্যাপক ভূমিকা পালন করেন। জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে তিনি বিভিন্ন মিডিয়াতে টকশো ও লেখালেখি করেন।
এর আগে তিনি ওয়ালটন গ্রুপ হেলথ কেয়ার হিরোস ২০২০, গ্লোবাল বিজনেস সিএসআর অ্যাওয়ার্ড ২০২১ ও ওয়ানকা গ্লোবাল হেলথকেয়ার লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২১ অর্জন করেন।
দেশে করোনা শনাক্তের শুরু থেকেই তিনি রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছেন। সেবা দিতে গিয়ে তিনি নিজেও করোনায় আক্রান্ত হন। এরপরও তিনি থেমে থাকেননি। প্রতিনিয়ত রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। তারই রোটারি ইন্টারন্যাশনাল তাকে কোভিড হিরো পুরস্কারের জন্য নির্বাচিত করে।