বুধবার (১৬ জুন) গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছেন জাজিরা থানার তদন্তকারী কর্মকর্তা।
পুলিশ জানায়, পুলিশের একটি টিম বুধবার সকালে বিশেষ অভিযানকালে জেলার মাঝিরঘাট সড়কে অবস্থান করছিল। এ সময় একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়িতে পদ্মা সেতুর কাজে ব্যবহৃত ৬০ কেজি লোহার রড, ৪০ কেজি লোহার কাচি, একটি লোহার সেন্টারিং সিট ও পদ্মা সেতুর শ্রমিকদের ব্যবহৃত সবুজ রঙের একটি হেলমেটসহ জসিম মুন্সি, বিল্লাল গাজী ও রঞ্জু মিয়াকে গ্রেফতার করে পুলিশ। এই রড ও লোহারপাতগুলো চুরি করে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল তারা।
গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তারা জানায়, জাজিরা পৌরসভার দক্ষিণ ভেবিয়া কাজির হাটের ভাঙারি দোকানদার নুরুল ইসলামের কাছে এ মালামাল বিক্রির জন্য নিয়ে যাচ্ছে। এর আগেও কয়েকবার পদ্মা সেতুর লোহার রড চুরি করেছে তারা। পরে তাদের তথ্য অনুযায়ী নুরুল ইসলামকেও পুলিশ গ্রেফতার করে।
জাজিরা থানার উপপরিদর্শক (এসআই) অপু বডুয়া সকাল সাড়ে ৯টায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মফিজুর রহমান তাদের জিজ্ঞাসাবাদ করে দুপুর সাড়ে ১২টায় আদালতে প্রেরণ করেন।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, আমরা তাদের গ্রেফতার করে তিন ঘণ্টার মধ্যেই সব কাজ শেষ করে আদালতে মামলার চার্জশিট জমা দিয়েছি।