সূত্র মতে, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কোম্পানিটিকে এই পরিমাণ জমি বরাদ্দ দিয়েছে।
শিল্প উন্নয়ন পরিচালনা, বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা এবং অবকাঠামো নির্মাণের জন্য মিরসরাই-ফেনী বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে এই জমি বরাদ্দ দেয়া হয়েছে কোম্পানিটিকে। ভাড়া হিসেবে ৫০ বছরের জন্য এই জমি ইজারা দেয়া হয়েছে।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সাথে চুক্তি সম্পন্ন হওয়ার পর অন্যান্য তথ্যাদি প্রকাশ করবে কোম্পানিটি।
২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া ইফাদ অটোস গত বছর ১১ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ৯ শতাংশ নগদ এবং ২ শতাংশ বোনাস লভ্যাংশ।
এদিকে কোম্পানিটির শেয়ারের ৫৪ দশমিক ৮৭ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২৮ দশমিক ২৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ৮৩ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ১৬ দশমিক ০৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।