বঙ্গবন্ধু শিল্প নগরে জমি বরাদ্দ পেলো ইফাদ অটোস

বঙ্গবন্ধু শিল্প নগরে জমি বরাদ্দ পেলো ইফাদ অটোস
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইফাদ অটোস চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে (বিএসএমএসএন) ৩০ একর জমি বরাদ্দ পেয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।]

সূত্র মতে, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কোম্পানিটিকে এই পরিমাণ জমি বরাদ্দ দিয়েছে।

শিল্প উন্নয়ন পরিচালনা, বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা এবং অবকাঠামো নির্মাণের জন্য মিরসরাই-ফেনী বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে এই জমি বরাদ্দ দেয়া হয়েছে কোম্পানিটিকে। ভাড়া হিসেবে ৫০ বছরের জন্য এই জমি ইজারা দেয়া হয়েছে।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সাথে চুক্তি সম্পন্ন হওয়ার পর অন্যান্য তথ্যাদি প্রকাশ করবে কোম্পানিটি।

২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া ইফাদ অটোস গত বছর ১১ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ৯ শতাংশ নগদ এবং ২ শতাংশ বোনাস লভ্যাংশ।

এদিকে কোম্পানিটির শেয়ারের ৫৪ দশমিক ৮৭ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২৮ দশমিক ২৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ৮৩ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ১৬ দশমিক ০৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত