সূত্র মতে, সোমবার লেনদেন শেষে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৮৯ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৭৩ টাকা ৭০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৫ টাকা ৩০ পয়সা ১৭ দশমিক ১৯ শতাংশ কমেছে।
ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সী পার্লের ৯ দশমিক ৮৪ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৬ দশমিক৭৬ শতাংশ, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৪৪ শতাংশ, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৯৮ শতাংশ, এসকে ট্রিমসের ৫ দশমিক ৮৮ শতাংশ, রূপালী ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৫১ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৪৮ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৫ দশমিক ১৮ শতাংশ এবং দেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৫ দশমিক ০৭ শাতংশ কমেছে।