সূত্র মতে, ব্যাংকটি আগামী ১৮ আগস্ট সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে ইজিএম করবে। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ জুলাই।
এর আগে ব্যাংকটি ৫০০ কোটি টাকার পারপেচ্যুয়াল বন্ড ইস্যুর তথ্য জানিয়েছিল। কিন্তু বিএসইসির নির্দেশনা পরিচালনে ব্যাংকটি বন্ড ইস্যুতে সংশোধনী এনেছে। বন্ডের ৯০ শতাংশ প্রাইভেট প্লেসমন্টের মাধ্যমে ইস্যু করা হবে। আর বাকী ১০ শতাংশ পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হবে।
ব্যাংকটি প্রাইভেট এডিশোনাল টিয়ার-১ মূলধন সহয়তায় ব্যাসেল-৩ এর শর্ত পরিপালনে বন্ড ইস্যু করবে।