শেয়ার বিক্রি সম্পন্ন সিটি ব্যাংকের উদ্যোক্তার

শেয়ার বিক্রি সম্পন্ন সিটি ব্যাংকের উদ্যোক্তার
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সিটি ব্যাংকের এক উদ্যোক্তা শেয়ার বিক্রি সম্পন্ন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ব্যাংটির উদ্যোক্তা হোসনে আরা আজিজ ১০ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছে। বর্তমান বাজার মূল্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ শেয়ার বিক্রি করেছে। এর আগে ১৫ জুন সিটি ব্যাংকের এই উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা দেয়।

সবশেষ ২০২০ সালে ব্যাংটি ২২ দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এর মধ্যে ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।

১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া ব্যাংটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করছে।

ব্যাংকটিতে বিনিয়োগকারীদের শ্রেণি বিশ্লেষণে দেখা গেছে, ২০২০ সালে এই ব্যাংকে পরিচালকদের কাছে ব্যাংকটির মোট শেয়ারের ৩২ দশমিক ৮৮ শতাংশ শেয়ার ছিল, যা চলতি বছরেও একই একই অবস্থানে রয়েছে।

তবে শেয়ারের প্রতি আগ্রহ বেড়েছে সাধারণ বিনিয়োগকারীদের। ২০২০ সালে কোম্পানিটির মালিকানায় সাধারণ বিনিয়োগকারীদের অংশগ্রহণ ছিল ৩৯ দশমিক ৮২ শতাংশ, বর্তমানে তা বেড়ে ৪০ দশমিক ৪২ শতাংশে দাড়িয়েছে।

এছড়াও ব্যাংটির শেয়ারে আগ্রহ বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের। ২০২০ সালে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার ছিল ২৩ দশমিক ০৭ শতাংশ, যা চলতি বছরে সামান্য বেড়ে দাড়িয়েছে ২৩ দশমিক ৬৪ শতাংশে।

অপরদিকে আগ্রহ কমেছে বিদেশি বিনিয়োগকারীদের। গত বছর তাদের কাছে ব্যাংকটির ৪ দশমিক ২৩ শতাংশ শেয়ার ছিল, যা ২০২১ সালে কমে দাড়িয়েছে ৩ দশমিক ০৬ শতাংশে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত