নগদ লভ্যাংশ পাঠিয়েছে উত্তরা ব্যাংক

নগদ লভ্যাংশ পাঠিয়েছে উত্তরা ব্যাংক
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি উত্তরা ব্যাংক লিমিটেড সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ব্যাংটি নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

সবশেষ ২০২০ সালে উত্তরা ব্যাংক ১২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

পুঁজিবাজারে ১৯৮৪ সালে তালিকাভুক্ত হওয়া ব্যাংটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করছে।

ব্যাংকটিতে বিনিয়োগকারীদের শ্রেণি বিশ্লেষণে দেখা গেছে, ২০২০ সালে এই ব্যাংকে পরিচালকদের কাছে মোট শেয়ারের ৩০ দশমিক ৫৪ শতাংশ শেয়ার ছিল, যা চলতি বছরেও একই একই অবস্থানে রয়েছে।

তবে ব্যাংটির শেয়ারে আগ্রহ বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের। ২০২০ সালে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার ছিল ২১ দশমিক ৯৬ শতাংশ, যা চলতি বছরে বেড়ে দাড়িয়েছে ২৪ দশমিক ১৬ শতাংশে।

এদিকে ব্যাংকটির শেয়ারে আগ্রহ কমেছে সাধারণ ও বিদেশি বিনিয়োগকারীদের। ২০২০ সালে কোম্পানিটির মালিকানায় সাধারণ বিনিয়োগকারীদের অংশগ্রহণ ছিল ৪৬ দশমিক ৫৪ শতাংশ, এ পরিমাণ বর্তমানে কমে দাড়িয়েছে ৪৫ দশমিক ০২ শতাংশে। এছড়া গত বছর বিদেশি বিনিয়োগকারীদের কাছে ব্যাংকটির দশমিক ৯৬ শতাংশ শেয়ার ছিল, যা ২০২১ সালে কমে দাড়িয়েছে দশমিক ২৮ শতাংশে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত