বৃহস্পতিবার (২৬ জুন) সকালে অনলাইনে বুটক্যাম্পের উদ্বোধন করা হয়।
৭০ জন নারী নিয়ে আয়োজিত বুটক্যাম্পের উদ্বোধনী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসবিকে টেক ভেনচারস এন্ড এসবিকে ফাউন্ডেশন বাংলাদেশের ফাউন্ডার সোনিয়া বশির কবির, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) জয়েন্ট সেক্রেটারি নাসিমা আকতার, লাইফক্যাসেল পার্টনারসের ডিরেক্টর শওকত হোসেন, সাজগোজ লিমিটেডের চিফ কনটেন্ট অফিসার সিনথিয়া শারমিন ইসলাম এবং বিডিওএসএনের সাধারণ সম্পাদক ও ইএসডিজি৪বিডি প্রজেক্টের প্রেসিডেন্ট মুনির হাসান।
অনুষ্ঠানের শুরুতেই শওকত হোসেন নারী উদ্যোক্তাদের উদ্দেশে একটি প্রেজেন্টেশন দেন। এতে প্রোডাক্ট মার্কেটিং, উদ্যোক্তা হওয়ার ক্ষমতা, আর্থিক ব্যবস্থাপনা, সোর্স অব ফান্ড, মানবসম্পদ, অবকাঠামোগত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।
সোনিয়া বশির কবির বলেন, যে ধরনের উদ্যোগই হোক না কেন, তা নতুন হতে হবে, যাতে অন্তত মানুষের কাজে লাগে। এ ছাড়া কয়েকজন মিলে টিম তৈরি করে উদ্যোগ নিলে তাতে সফল হওয়ার সুযোগ বেশি থাকে। শুরুতেই কোনো কাজ সফল হবে, এ চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে বরং উদ্যোগ শুরু করে তাতে লেগে থাকলেই একসময় তাতে সফলতা আসবেই।
নাসিমা আকতার বলেন, নারীদের নিজেদের সমস্যার কথাগুলো বারবার তুলে ধরতে হবে। পরিবারকে বোঝাতে হবে। তাদের সাহায্য পেলে তা মানুষের কাছ পর্যন্ত পৌঁছানো সহজ হয়। কোনো পুরুষ কখনো হাল ছেড়ে দেন না। তাঁরা কিন্তু একের পর এক চেষ্টা করতে থাকেন। অথচ নারীরা এই জায়গায় পিছিয়ে আছেন। নারীরা প্রচুর অনলাইন ইভেন্টে আগ্রহী হলেও শেষ পর্যন্ত তাঁরা সেসব শেখেন কি না, তা নিয়ে ধোঁয়াশা থেকে যায়।
সিনথিয়া শারমিন বলেন, ‘ব্যবসা আবেগের কোনো বিষয় নয়। প্রচুর অভিজ্ঞতা অর্জন করতে হয়, প্রচুর নেটওয়ার্কিং করতে হয়। মার্কেটে কেন আপনার প্রোডাক্ট বিক্রি হবে, তা নিয়ে প্রচুর কাজ করা উচিত।’
মুনির হাসান বলেন, জীবন হচ্ছে ম্যারাথন রেস। এই রেসে থামার কোনো সুযোগ নেই। তাই চেষ্টা অব্যাহত রাখতে হবে। এই ধরনের বুটক্যাম্প শেষ করে অনেকেই ব্যবসা শুরু করেছেন জানিয়ে তিনি বলেন, তাঁদের দেখে বাকিরাও উৎসাহিত হয়ে নতুন উদ্যোগ শুরু করতে পারেন। অনুষ্ঠানে আগের বুটক্যাম্পের অংশগ্রহণকারীরা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন।
এর আগে বুটক্যাম্প সম্পর্কে ধারণা দেন ইএসডিজি৪বিডি প্রজেক্টের অ্যাসিট্যান্ট প্রোগ্রাম অফিসার শাখিরা আফরোজ ও অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রজেক্ট ম্যানেজার জাহানারা আমির জিমি। আয়োজনের সার্বিক তদারকি করে মানুষের জন্য ফাউন্ডেশন।