প্রযুক্তি বিশেষজ্ঞরা বলেন, স্মার্টফোন অধিক গরম হয়ে গেলে অনেক সময় ব্লাস্ট করতে পারে। তাই এর থেকে সুরক্ষিত থাকতে ব্যবহারকারীকে কিছু উপায় অবলম্বন করতে হবে।
রোদে স্মার্টফোন ব্যবহার করবেন না
মনে রাখবেন, স্মার্টফোনের শত্রু রোদ। রোদযুক্ত স্থানে অনেকেই ফোনের ব্রাইটনেস বাড়িয়ে নেন। কিন্তু এমনটি করা ঠিক নয়। এতে স্মার্টফোন গরম হয়ে যেতে পারে। তাই বিশেষজ্ঞরা বলেছেন, রোদে স্মার্টফোন ব্যবহার না করে ঘরের মধ্যে স্মার্টফোন ব্যবহার করতে হবে।
ফোনের ব্রাইটনেস কম রাখুন
স্মার্টফোন অধিক গরম কারণ হলো ব্রাইটনেস বেশি রাখা। ঝলমলে রোদে স্মার্টফোনের ব্রাইটনেস পাওয়া যায় না। তাই অনেকেই ব্রাইটনেস বাড়ান। কিন্তু আগেই বলেছি, স্মার্টফোন রোদে ব্যবহার করা ঠিক নয়। সে অনুযায়ী ফোনের ব্রাইটনেস সুবিধামতো ব্যবহার করা অনূচিত।
ফোন এয়ারপ্লেন মোডে রাখুন
স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে গেলে এয়ারপ্লেন মোড অন করুন। এতে ব্যাটারি সাশ্রয় করা সম্ভব হবে।
অপ্রয়োজনীয় অ্যাপগুলো সরিয়ে দিন
স্মার্টফোনে অতিরিক্ত অ্যাপ থাকার কারণে বেশিরভাগ সময় গরম হয়ে যায়। সেই কারণে যে অ্যাপগুলো কার্যত ব্যবহার হয় না, সেগুলো আনইনস্টল করে ফেলুন। না হলে ফোন ব্লাস্ট করতে পারে।
পেছনের কভার খুলে ফেলুন ও ব্যাটারি চেক করুন
ফোন যদি কখনো গরম হয়ে যায়, তাহলে এর পেছনের কভার খুলে ফেলুন। এতে ব্লাস্ট হওয়া থেকে ফোনের সুরক্ষা মিলবে। বিশেষজ্ঞরা বলেন, যখন ফোন অস্বাভাবিকভাবে গরম হয়ে যায়, তখন এর পেছনের কভার খুলে ফেলতে হবে। সেই সঙ্গে ফোনের ব্যাটারি চেক করতে হবে।
ফোন গরম হয়ে গেলে ঠাণ্ডা করবেন কীভাবে?
১. অ্যাপগুলো আপডেট করুন।
২. অন্যান্য গ্যাজেট থেকে স্মার্টফোনটিকে আলাদা রাখুন।
৩. ফোনে পর্যাপ্ত বাতাস দিন।
৪. হঠাৎ হঠাৎ তাপমাত্রা পরিবর্তন করবেন না।