কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
শনিবার মারা যাওয়া ৫৭ বছর বয়সী ওই বাংলাদেশি আগে রোগে ভুগছিলেন বলে কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কিউএনএ জানিয়েছে।
কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার আরও ২৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯০ জনে।
আক্রান্তদের অধিকাংশই অভিবাসী শ্রমিক জানিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই ভাইরাস সংক্রমণ ঠেকাতে অভিবাসী শ্রমিক অধ্যুষিত একটি বড় শিল্পাঞ্চল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।