সূত্র মতে, বৃহস্পতিবার লেনদেন শেষে রিপাবলিক ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৩ টাকা ৮০ পয়সা। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৬ টাকা ১০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ৭০ পয়সা বা ১২ দশমিক ০৬ শতাংশ কমেছে।
ডিএসইতে দর কমার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সী পার্লের ৯ দশমিক ৮৭ শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৯.দশমিক ৬০ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৩২ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৮০ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ৮ দশমিক ৭৪ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৫০ শতাংশ, এস আলমের ৮ দশমিক ৩০ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৮ দশমিক ২১ শতাংশ এবং সাফকো স্পিনিংয়ের শেয়ার দর ৭ দশমিক ৮৪ শতাংশ কমেছে।