শুল্ক কর্মকর্তার ক্ষমতায় পরিবর্তন

শুল্ক কর্মকর্তার ক্ষমতায় পরিবর্তন
আগামী অর্থবছর থেকে শুল্ক কর্মকর্তাদের ক্ষমতা বাড়ানো হয়েছে। শুল্কসংক্রান্ত বিরোধ মেটানোর জন্য চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শুল্ক কর্মকর্তাদের ক্ষমতা বাড়ানোর প্রস্তাব করা হয়।

মঙ্গলবার (২৯ জুন) অর্থবিল পাসের সময় তা কিছুটা সংশোধন করা হয়।

আগে একজন রাজস্ব কর্মকর্তা দুই লাখ টাকার চালানের নথি যাচাই–বাছাই করতে পারতেন ও শুল্ক বিরোধ মীমাংসা করতে পারতেন। ৩ জুন প্রস্তাবিত বাজেটে তা বাড়িয়ে পাঁচ লাখ টাকার প্রস্তাব হয়েছে। এখন তা কমিয়ে চার লাখ টাকা করা হয়েছে।

আবার প্রস্তাবিত বাজেটে কমিশনার ও অতিরিক্ত কমিশনারের ক্ষমতা ৫০ লাখ টাকা পর্যন্ত একটি চালানের বিরোধ নিষ্পত্তি করার ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়। আগে এই সীমা ছিল ২০ লাখ টাকা। অর্থবিল পাসের সময় প্রস্তাবিত ৫০ লাখ টাকার সীমা কমিয়ে ৪০ লাখ টাকা করা হয়। তবে বাজেটের প্রস্তাব অনুযায়ী, একজন সহকারী কমিশনার এখন থেকে ১০ লাখ টাকা চালানের নথি পরীক্ষা করতে পারবেন। আর উপকমিশনারের সীমা ২০ লাখ টাকা এবং যুগ্ম কমিশনারের সীমা ৩০ লাখ টাকা করা হয়েছে। এ ক্ষেত্রে অর্থবিল পাসের সময় কোনো পরিবর্তন করা হয়নি।

এখন থেকে সহকারী কমিশনার পর্যায়ের কর্মকর্তারা আমদানিকারকের নথি যাচাই–বাছাই করে বিষয়টি মীমাংসা করতে পারবেন। তাঁদের শুল্কসংক্রান্ত অভিযোগ মীমাংসা করার ক্ষমতা বাড়ানো হয়েছে। এবারের বাজেটে অপেক্ষাকৃত ছোট ছোট পদবির কর্মকর্তাদের এ ধরনের ক্ষমতা আগের চেয়ে বেড়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ