সবচেয়ে কম সময়ে ট্রিলিয়ন ডলারের কোম্পানি ফেসবুক

সবচেয়ে কম সময়ে ট্রিলিয়ন ডলারের কোম্পানি ফেসবুক
নতুন মাইলফলকে পৌঁছেছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। প্রতিষ্ঠানটি এখন ট্রিলিয়ন ডলারের কোম্পানি। মঙ্গলবার (২৯ জুন) বিশ্বের সবচেয়ে কম সময়ে ট্রিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করে ফেসবুক।

মার্কিন ম্যাগাজিন এন্টারপ্রেনার এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রে অ্যান্টিট্রাস্ট মামলায় জয়ের পর ফেসবুকের শেয়ার ৪ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পায়। এতেই ট্রিলিয়ন ডলারের মাইলফলকে পৌঁছায় প্রতিষ্ঠানটি। অ্যান্টিট্রাস্ট মামলা জয়ের পর গত দুই মাসের মধ্যে ফেসবুকের শেয়ারের দর সবচেয়ে বেশি বৃদ্ধির ঘটনা ঘটেছে।

বর্তমানে বিশ্বের সবচেয়ে কম বয়সী ট্রিলিয়ন ডলারের কোম্পানি ফেসবুক। প্রতিষ্ঠার মাত্র ১৭ বছরের মধ্যে ১৩ ডিজিটের মাইলফলক স্পর্শ করলো সামাজিক যোগাযোগ মাধ্যমটি। মার্ক জাকারবার্গ ২০০৪ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় প্রতিষ্ঠানটি চালু করেন।

যুক্তরাষ্ট্র থেকে চালু হওয়া প্রথম কোনও কোম্পানি হিসেবে তিন বছর আগে ট্রিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করে অ্যাপল। এরপর একে একে ম্যাজিক ১৩ ডিজিটের ঘরে পৌঁছেছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট, মাইক্রোসফট ও অ্যামাজন। পঞ্চম মার্কিন কোম্পানি হিসেবে ট্রিলিয়ন কোম্পানির ক্লাবে যুক্ত হলো ফেসবুক।

ফেসবুকে তথ্য মতে, বিশ্বের ৩০০ কোটির বেশি মানুষ ফেসবুকের সেবা নিচ্ছে। ইনস্টাগ্রাম, মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় অ্যাপও ফেসবুকের মালিকানাধীন। সেই সঙ্গে জনপ্রিয় ভিআর প্রযুক্তি পণ্যের প্রতিষ্ঠান অকুলাসও ফেসবুকেরই একটি অঙ্গ প্রতিষ্ঠান।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

স্মার্টফোনে ম্যালওয়্যার ছড়াচ্ছে ১৪ অ্যাপ
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হলে যা করবেন
গোপন নয় ‘ইনকগনিটো’ মুড, গুগলকে ৫৪ হাজার কোটির জরিমানা
বৈদ্যুতিক গাড়ি আনছে শাওমি
গুগল ক্রোম বাংলায় ব্যবহার করবেন যেভাবে
ডিলিট হওয়া ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাবেন যেভাবে
ওয়েবসাইটে জি-মেইল অ্যাড্রেস আনসাবস্ক্রাইব করবেন যেভাবে
আইফোন চুরি হলেও আইডির সুরক্ষা দেবে নতুন ফিচার
দেশে সক্রিয় মোবাইল সিমের সংখ্যা জানালেন প্রধানমন্ত্রী
আইফোনের ব্যাটারির আয়ু বাড়ানোর উপায়