সূত্র মতে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে অলিম্পিক এক্সেসরিজের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০ টাকা ৩০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৪ টাকা ৯০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৬০ পয়সা বা ৪৪ দশমিক ৬৬ শতাংশ বেড়েছে।
ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৪৩ দশমিক ৯৪ শতাংশ, কেঅ্যান্ডকিউয়ের ২৪ দশমিক ৫০ শতাংশ, ন্যাশনাল টি’র ২০ দশমিক ৩৯ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ১৮ দশমিক ৮৭ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ১৮ দশমিক ৫২ শতাংশ, এটলাস বাংলাদেশের ১৫ দশমিক ০৯ শতাংশ, ফাস ফাইন্যান্সের ১৪ দশমিক ০৪ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১১ দশমিক ৫২ শতাংশ এবং মতিন স্পিনিংয়ের শেয়ার দর ১১ দশমিক ৫১ শতাংশ বেড়ছে।