এ সময় আইওন টেলিভিশনের সিও আতাউল্লা ফারুকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মোবারক ছাড়াও আরও কয়েকজন এ সম্মাননা পুরস্কার পান।
পুরস্কার পেয়ে মোবারক হোসেন বলেন, করোনার ভয়াল থাবায় ইতালির জনজীবনে নেমে আসে অন্ধকার। কঠিন সময় অতিক্রম করে বাংলাদেশিসহ স্থানীয় নাগরিকরা। কিন্তু মহান আল্লাহর কাছে শুকরিয়া, এখন আমরা সেই সমস্যা কাটিয়ে ভালো আছি। ইতোমধ্যে আমাদের মাঝ থেকে অনেকেই চলে গেছেন না ফেরার দেশে।
তিনি বলেন, আপনারা জানেন গতবছর যখন বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে পরিস্থিতি ভয়াবহ ছিল, তখন আমরা কিছু সংখ্যক লোক ইতালির ভেনিসে বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে যার যার সামর্থ্য অনুযায়ী বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় আজ যারা করোনার সময় জীবনের ঝুঁকি নিয়ে মাঠে কাজ করেছিলেন, তাদের আইওন টিভির পক্ষ থেকে উৎসাহ দিতে অ্যাওয়ার্ড দেওয়া হলো।
করোনার কারণে সীমিত পরিসরে এ আয়োজন করা হয় এবং স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠান পরিচালনা করা হয়।